Tuesday, November 3, 2009

কবির কাজ

কবিরা কত আর পাখি ও পালকের কবিতা লিখবেন, ফুল ও মধুর কাহিনী? রাধা ও কৃষ্ণের আখ্যান ধরে আছে সমগ্র মধ্যযুগের অযুত অর। আমরা আর কত ডালে ডালে বসাব কোকিল, নদীজলে ভাসাব বহুবর্ণা পালতোলা নৌকা, কত আর বুনে যাব ভ্রমরের নির্লজ্জ লোভ, ফুলের গোপন অভিলাষ?

আর কত ঢেউ চড়াব পদ্মার জ্যোৎস্নাবিধৌত সমতটে, মেঘনার বিস্তীর্ণ জলের সাম্রাজ্যে? মুখ তুলে দেখেছি কি নিরব কান্নাভরা জলমগ্ন নিরন্ন জনপদ? আর কত নক্ষত্রমঞ্জরী গেঁথে দেব আকাশগঙ্গায়, খৈয়ের মত তারাভরা রাত্রির নিচে যে বিপন্ন সহস্রের অধিবাস, তারা তো তারা নয়, খৈ খেতে চায়। কুম্ভকর্ণঘুম ভেঙে দেবতারা কি কখনো চোখ মেলে দেখেছেন পৃথিবী রাক্ষসদের দৈত্যমান লাফ?

কবির নাজুক নিব আজো মগ্ন হয়ে আছে স্রোতে ও স্ত্রোতে, রক্তের দোয়াতে কলম ডুবিয়ে কবি কবে লিখবেন খাঁটি পদ্য, নির্দয় জৈষ্ঠের মাহীন প্রান্তরে যে তাম্রলিপ্ত মানুষদের সারি তা বুনে দিবেন তার কবিতায়? নিরন্ন মানুষদের দীর্ঘ সারির মত কবির পঙক্তি কি দীর্ঘকায় হবে আর গর্জে উঠবে উদাসীন দেবতা ও রাক্ষসদের বিরুদ্ধে, এ গ্রহের দ্রোহে?

No comments:

Post a Comment